kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

'ডিজিটাল এজেন্সি অফ দ্য ইয়ার' বাংলাদেশের ম্যাগনিটো ডিজিটাল

কালের কণ্ঠ অনলাইন   

১০ ডিসেম্বর, ২০১৫ ১৮:২২ | পড়া যাবে ২ মিনিটে'ডিজিটাল এজেন্সি অফ দ্য ইয়ার' বাংলাদেশের ম্যাগনিটো ডিজিটাল

বাংলাদেশের ডিজিটাল এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল 'ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিক'-এর বেস্ট অফ সাউথ এশিয়া ক্যাটাগরিতে 'ডিজিটাল এজেন্সি অফ দ্য ইয়ার ২০১৫' -এর গোল্ড অ্যাওয়ার্ড পুরস্কৃত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে ৭ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ম্যাগনিটো ডিজিটালের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও, রিয়াদ এস. এ. হুসেইন পুরষ্কার গ্রহণ করেন।

ডিজিটাল এজেন্সি ক্যাটাগরির বিজয়ীদের মাঝে ম্যাগনিটো ডিজিটালই ছিল একমাত্র বাংলাদেশি এজেন্সি।

বিজ্ঞাপন

পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের সকল ক্যাটাগরিতে, শর্টলিস্টেড এজেন্সিগুলোর মাঝে গুটিকয়েক ইন্ডিপেন্ডেন্ট এবং নন-অ্যাফিলিয়েটেড এজেন্সিগুলোর একটি ম্যাগনিটো ডিজিটাল।
১৯৯৪ সাল থেকে সারা বিশ্বের বিজ্ঞাপন শিল্পের অন্যতম প্রসিদ্ধ পুরস্কার হচ্ছে 'এজেন্সি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস। ' এই অ্যাওয়ার্ডটি শুধুমাত্র সফল ক্যাম্পেইন-এর ওপর নির্ভর করে নয়, বরং উন্নতমানের ব্যবস্থাপনা, লিডারশিপ, স্ট্রাটেজি, টিম বিল্ডিং, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, গ্রোথ, ইন্ড্রাস্ট্রি ইনিশিয়েটিভ, ব্যবসায়িক পারদর্শিতা এবং বিজ্ঞাপন ও যোগাযোগ শিল্পের সার্বিক অর্জনের উপর ভিত্তি করে সমগ্র অঞ্চলের সেরাদের সম্মাননা জানানো হয়।
ম্যাগনিটো ডিজিটাল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামকরা কিছু দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, যাদের মধ্যে গ্রামীণফোন, টেলিনর ডিজিটাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, অ্যাপোলো হসপিটালস ও সিটি ব্যাংক অন্যতম।সাতদিনের সেরা