kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ঈদে ১২০০ ডিজাইনের জুতা এনেছে বাটা

বাণিজ্য সংবাদ   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বরাবরের মতো এই ঈদেও প্রতিদিন বাটায় থাকছে নতুন কালেকশন। এবার বাটা এক হাজার ২০০টির বেশি ডিজাইন এনেছে। যার মধ্যে আছে জুতা, হ্যান্ডব্যাগ, অ্যাকসেসরিজসহ অনেক কিছু। এ প্রসঙ্গে বাটার হেড অব রিটেইল এ এ মো. আরফানুল হক বলেছেন, ‘আমাদের প্রতিটি সিদ্ধান্ত গ্রাহকের পছন্দ, রুচিকে মাথায় রেখেই নেওয়া হয়। সব সময় চেষ্টা থাকে ক্রেতারা যাতে বাটায় এসে শপিংয়ের দারুণ একটি অভিজ্ঞতা পায়। ঈদ শপিং নিয়ে এ দেশের মানুষের কেমন আগ্রহ থাকে সেটা বিবেচনা করে প্রতিবারই আমরা ভিন্নধর্মী আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসি।


খবরটি ইউনিকোড থেকে বাংলা বিজয় ফন্টে কনভার্ট করা যাবে কালের কণ্ঠ Bangla Converter দিয়ে

মন্তব্যসাতদিনের সেরা