kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে চেক প্রজাতন্ত্রের সঙ্গে চুক্তি

বাণিজ্য ডেস্ক   

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেক প্রজাতন্ত্রের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে যৌথ কমিশন গড়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রাগে বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে ট্রেড প্রমোশন অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী কারেল হাবলিক। এ চুক্তির ফলে বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের যৌথ কমিশন গঠিত হবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিতভাবে আলোচনার সুযোগ সৃষ্টি হবে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হিসেবে চেক প্রজাতন্ত্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত বছর উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি। উভয় দেশের বাণিজ্য বাংলাদেশের পক্ষে। চুক্তি স্বাক্ষরের আগে উভয় দেশের মন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন। চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশে পাওয়ার জেনারেশন, শিক্ষা এবং প্রশিক্ষণ, আইসিটি, পাটজাত পণ্য খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য