kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

মানববন্ধন ও পথসভা

বিড়িতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার দাবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিড়ির ওপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের মতো বিড়িশিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে যশোরের শার্শায় বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সাত দফা দাবি তুলে ধরা হয়।

বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে গত সোমবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের নাভারণ মোড়ে এই পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, সিগারেটের ওপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির ওপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে বিড়ি ধূমপায়ীরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক মুনসুর আলী, মায়া খাতুন, আবু রাসেল, বিজল, মোজাম্মেল হক, আমিনুর রহমান প্রমুখ। ওই মানববন্ধন শেষে যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়

মন্তব্য