kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১.৫%

বাণিজ্য ডেস্ক   

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১.৫%

বিশ্ববাজারে গত এপ্রিলে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১.৫ শতাংশ। দুগ্ধপণ্য ও মাংসের দাম বাড়লেও কিছুটা কমেছে খাদ্যশস্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য সূচক গত মাসে দাঁড়িয়েছে ১৭০.১ পয়েন্ট, যা আগের মাস মার্চে ছিল ১৬৭.৫ পয়েন্ট। এপ্রিলের এ দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ২.৩ শতাংশ কম।

এফএও জানায়, এ বছর রেকর্ড খাদ্যশস্য উৎপাদন হবে, যা ২০১৮ সালে কিছুটা কমেছিল। আমদানি চাহিদা বাড়ায় গত এপ্রিলে দুগ্ধপণ্যের দাম বেড়েছে ৫.২ শতাংশ, মাংসের দাম বেড়েছে ৩.০ শতাংশ। এর বিপরীতে খাদ্যশস্যের দাম ২.৮ শতাংশ কমলেও চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে।

সংস্থা জানায়, এ বছর খাদ্যশস্য উৎপাদন হবে রেকর্ড ২.৭২২ বিলিয়ন টন, যা ২০১৮ সালের চেয়ে ২.৭ শতাংশ বেশি। বড় উৎপাদক দেশগুলোতে যথাক্রমে গম উৎপাদন বাড়বে ৫.০ শতাংশ, ভুট্টা ২.৩ শতাংশ ও বার্লি উৎপাদন বাড়বে ৫.৪ শতাংশ। চাল উৎপাদন ভারসাম্যপূর্ণ থাকবে।

প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা বাড়ায় এ বছর খাদ্যশস্য ভোগ বাড়বে ১.১ শতাংশ। ফলে ২০১৯-২০ শস্য মৌসুমে খাদ্যশস্যের মজুদ ০.৭ শতাংশ কমে হবে ৮৪৭ মিলিয়ন টন। রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা