kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

হিলি স্থলবন্দর স্বয়ংক্রিয় প্রযুক্তিতে এলো

হিলি প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করতে ও বন্দরের সকল কার্যক্রম স্বয়ংক্রিয় কম্পিউটারাইজ পদ্ধতিতে সম্পন্ন করতে হিলি পাস নামক কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

গত বৃহস্পতিবার হিলি সীমান্তের চেকপোস্ট গেটে কাস্টমস কার্যালয়ে হিলি পাস নামক অটোমেটেড কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মুহাম্মদ আমিনুর রহমান। পরে তিনি এই কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এরপর স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষকে নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজসহ বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও রাজস্ব কর্মকর্তারা।

 

মন্তব্যসাতদিনের সেরা