kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

সি পার্ল বিচ রিসোর্টের ৪৯ গুণ আইপিও আবেদন

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপুঁজিবাজারে শেয়ার ছেড়ে মূলধন উত্তোলনে পাঁচতারা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন পড়েছে প্রায় সাড়ে ৪৯ গুণ। এই কম্পানিটির ১৫ কোটি টাকা আইপিও আবেদনের বিপরীতে ৭৪৫ কোটি টাকার আবেদন জমা পড়েছে, যা শতকরা হিসাবে ৪৯.৬৬ গুণ বেশি।

কম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত এজিবি কলোনিতে আইপিও হবে। গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কম্পানিটির আইপিওতে আবেদন জমা নেওয়া হয়।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকায় দেড় কোটি শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করতে চায়। উত্তোলিত অর্থ দিয়ে কম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ইন্টেরিয়র ফিনিশিং অ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় ও আইপিও খরচ বাবদ মূলত ব্যয় করবে।

গত তিন বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ভারিত গড় শেয়ারপ্রতি আয় ০.৪১ টাকা। ২০১৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে কম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.১৪ টাকা।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

চলতি বছরের ১৯ ফেব্রুারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

মন্তব্যসাতদিনের সেরা