kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

কর্পোরেট কর্নার

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকর্পোরেট কর্নার

বসুন্ধরা সিমেন্ট : কুষ্টিয়ায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়া পৌরসভা অডিটরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিজিএম সেলস আব্দুল লতিফ, এজিএম সাউথ উইং জিয়ারুল ইসলাম, সিনিয়র ম্যানেজার জিয়াউর রহমানসহ অন্য কর্মকর্তারা। ছবি : কালের কণ্ঠ


 

এসআইবিএল : সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ফতুল্লায় ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।


 

মধুমতি ব্যাংক : মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির ২৩তম সভা সম্প্রতি ব্যাংকের গুলশান শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম। সংবাদ বিজ্ঞপ্তি।


 

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক : শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭৯তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ও মো. গোলাম কুদ্দুছ। সংবাদ বিজ্ঞপ্তি।


 

বিকাশ : বিকাশের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

মন্তব্যসাতদিনের সেরা