kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

অগ্নিনিরাপত্তায় এফবিসিসিআইয়ের প্রশিক্ষণ

বাণিজ্য ডেস্ক   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিল্প-কারখানা ও অন্যান্য স্থাপনায় আগুন লাগা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণে করণীয় নিয়ে গতকাল এক প্রশিক্ষণ হয়েছে এফবিসিসিআই মিলনায়তনে। সংগঠনের পরিচালক মিসেস হেলেনা জাহাঙ্গীর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। মহাসচিব হোসাইন জামিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সেখানে দেশের নাগরিকদের এবং সম্পদের নিরাপত্তায় অগ্নিনির্বাপণ বিভাগের পর্যাপ্ত রিসোর্স থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেক ব্যবসা, শিল্প-কারখানায় অগ্নিনিরাপত্তায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সব ভবনে ‘ফায়ার এক্সটিংগুইশার’ স্থাপন এবং আগুনের ধরন অনুযায়ী অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রয়োগের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে এফবিসিসিআই অধিভুক্ত বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং, রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

 

মন্তব্য