kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

কর্পোরেট কর্ণার

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএসআইবিএল : সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ওপর এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি উদ্বোধন করেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী। ব্যাংকের ৭২ জন কর্মকর্তা এতে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

অটবি : অটবি লিমিটেডের করপোরেট অফিস অটবি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মডেল ও ডিজাইনসমৃদ্ধ নতুন পণ্য উন্মোচন করা হয়। নতুন ফার্নিচার পণ্যের মধ্যে আছে আধুনিক মডেলের বেডরুম সেট, ডাইনিং সেট, হোম সোফা সেট, অফিস টেবিল অ্যান্ড স্টোরেজ সেট, অফিস সোফা সেট, ইউটিলিটি আইটেমস। অনুষ্ঠানে উপস্থ্থিত ছিলেন অটবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত গোস্বামীসহ অটবি লিমিটেডের পরিবেশক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

বিকাশ : এখন থেকে নটর ডেম কলেজের ভর্তি ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়ূস রোজারিও এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার লিওনার্দ শঙ্কর রোজারিও এবং বিকাশ হেড অব সেলস ইমন কল্যাণ দত্ত। সংবাদ বিজ্ঞপ্তি।

ঢাকা ব্যাংক : ঢাকা ব্যাংক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক এবং এআইইউবির হিসাব ও অডিট বিভাগের পরিচালক খন্দকার সাব্বির মো. কবির একটি চুক্তি স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

জনতা ব্যাংক : বিভাগীয় কার্যালয়ে জনতা ব্যাংকের ঢাকা উত্তরের শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও আব্দুছ ছালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ইসমাইল হোসেন এবং জিকরুল হক। সংবাদ বিজ্ঞপ্তি।

লংকাবাংলা : লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল ফিন্যান্স খোরশেদ আলম এবং হোটেল ট্রপিকাল ডেইজীর চেয়ারম্যান প্রকৌশলী মাসুদুর খান সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এলএসডির প্রধান উপদেষ্টা মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য