kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা

এফবিসিসিআইয়ের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের ভাগ্নে এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা গেছে। এতে শোক প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শোক বার্তায় বলা হয়, এফবিসিসিআই জায়ান চৌধুরীসহ সব নিহতের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি মুনতাকিম আশরাফসহ এফবিসিসিআইয়ের পরিচালকরা গভীর শোক প্রকাশ করছেন।

মন্তব্য