kalerkantho

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুর রহমান

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুর রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুর রহমান। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। প্রায় ৩৪ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের সদরঘাট, ফার্মগেট ও লোকাল অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য