kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

দুই পাটকলে ধর্মঘট

নরসিংদী প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জুটমিল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুট মিলস ও পলাশ উপজেলার ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলসে ২৪ ঘণ্টার শ্রমিক ধর্মঘট চলছে। গতকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে। এই ধর্মঘট কর্মসূচির কারণে ২৪ ঘণ্টা এ দুই জুটমিলে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমরা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছি।’

মন্তব্য