kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

শনিবারও খোলা বিএসটিআই ওয়ান স্টপ সেবা

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচালুর পর থেকে ছুটির নিয়ম মেনে শুক্র ও শনিবার বন্ধ থাকত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। তবে এ নিয়মে খানিকটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শনিবারও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে প্রতি শনিবারই এই সেন্টারে সেবা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। গতকাল বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে এম শামসুল আরেফীন ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি পরিদর্শন করেন। এ সময় বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক সেবাগ্রহীতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এটি খোলার রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা