kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

টেলিভিশন উৎপাদনে আরো বিনিয়োগ করবে ওয়ালটন

বাণিজ্য ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেলিভিশন উৎপাদনে আরো বিনিয়োগ করবে ওয়ালটন

ওয়ালটন : গতকাল প্লাজা ম্যানেজারস কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা

টেলিভিশন উৎপাদনে আরো বিনিয়োগ করছে ওয়ালটন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘মিট দ্য প্লাজা ম্যানেজারস অ্যান্ড এক্সচেঞ্জ ভিউ ২০১৮’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে নতুন করে আরো ৮৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

গতকাল প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা। এস এম নুরুল আলম রেজভী বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে বিশ্বমানের পণ্য উৎপাদন করছে ওয়ালটন। ফ্রিজের বাজারে ওয়ালটন অপ্রতিদ্বন্দ্বী। টেলিভিশন উৎপাদন খাতে আরো ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা) বিনিয়োগ করা হচ্ছে। উদ্দেশ্য, বিশ্বের শীর্ষ মানের পণ্য তৈরি।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মাহবুবুল আলম বলেন, উন্নতমানের পণ্য ও সেবা দিয়ে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

মন্তব্য