kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

ভারতে চিনি উৎপাদন বেড়েছে ৬ শতাংশ

বাণিজ্য ডেস্ক   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতে চিনি উৎপাদন বেড়েছে ৬ শতাংশ

চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদন বেড়েছে ভারতের। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশটির ৫২৭টি চিনি কারখানা চলতি (অক্টোবর-সেপ্টেম্বর ২০১৮-১৯) মৌসুমের ১৫ মার্চ পর্যন্ত ২৭৩.৪৭ লাখ টন চিনি উৎপাদন করেছে। এতে আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি এসেছে ৫.৯ শতাংশ।

এদিকে গতকাল বৃহস্পতিবার অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতের চিনি কারখানাগুলো আরো ২ দশমিক ৭ মিলিয়ন টন চিনি রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট প্রফুল্ল ভিথালানি বলেন, ‘আমরা এরই মধ্যে ১ দশমিক ৭ মিলিয়ন টন চিনি রপ্তানি করেছি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, সোমালিয়া, ইরান, সুদান ও ভিথালানিতে আমাদের চিনি রপ্তানি হয়েছে।’

বিশ্বে চিনির সবচেয়ে বড় ভোক্তা দেশ ভারত। দেশটিতে বিপুল চিনি উৎপাদিত হওয়ায় দাম পড়ে যায়। এ অবস্থায় মূল্য বাড়াতে সরকার চিনি কারখানাগুলোকে কমপক্ষে পাঁচ মিলিয়ন টন চিনি রপ্তানির লক্ষ্য বেঁধে দেয় এবং প্রণোদনা ঘোষণা করে। রয়টার্স।

মন্তব্য