kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

কর্ম খালি

তাহ্সীন উদ্দীন    

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৫ | পড়া যাবে ৭ মিনিটেকর্ম খালি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : উপজেলা প্রগ্রাম অফিসার, ৪৩টি। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। কম্পিউটারে দক্ষতা। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন : ২৪৭০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৭ সেপ্টেম্বর।

যোগাযোগ : ওয়েবসাইটের মাধ্যমে।

ওয়েব : http://www.mopme.gov.bd

সূত্র : অবজারভার, ১১ সেপ্টেম্বর, পৃষ্ঠা-১০

শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট
পদ ও যোগ্যতা : সিনিয়র স্টাফ নার্স, ৩১টি। নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমাসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতন : ২৭৯০০ টাকা।

পদ ও যোগ্যতা : রেজিস্ট্রার (অ্যানেসথেসিওলজি), ১টি। এমবিবিএস অথবা মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে অনুমোদিত সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বা এমডি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী রেজিস্ট্রার, শিশু, ৪টি, গাইনি, ৩টি। এমবিবিএস অথবা মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে অনুমোদিত সমমান ডিগ্রি। প্রভাষক, ১টি। নার্সিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি স্নাতক। নার্সিং পেশায় ৫ বছরের অভিজ্ঞতা। নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : পরিসংখ্যানবিদ, ১টি। পরিসংখ্যান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান)। সিনিয়র স্টাফ নার্স, ৪টি। এসএসসি বা সমমান। নার্সিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা। নার্সিং পেশায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা। নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মেসি, ১টি, রেডিওলজি, ১টি, ল্যাব মেডিসিন, ১টি। এসএসসি বা সমমান। হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর।

যোগাযোগ : নির্বাহী পরিচালক, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা-১৩৬২।

সূত্র : ইত্তেফাক, ৯ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৬

কাস্টমস বন্ড কমিশনারেট
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি বা সমমান। শর্টহ্যান্ডে গতি মিনিটে ইংরেজিতে ১০০ ও বাংলায় ৭০ শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, ৫টি। স্নাতক বা সমমান। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১টি। স্নাতক বা সমমান। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি। ড্রাইভার, ৫টি। অষ্টম শ্রেণি। ড্রাইভিংয়ে তিন বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : সিপাই, ৫টি। এসএসসি।

বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৪টি। অষ্টম শ্রেণি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৪ অক্টোবর।

যোগাযোগ : অতিরিক্ত কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৬

বাংলাদেশ চা বোর্ড
পদ ও যোগ্যতা : প্রশাসনিক কর্মকর্তা, ১টি। স্নাতকোত্তর।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : ফোরম্যান, ১টি। প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা। ফার্ম সুপারভাইজার, ১টি। এসএসসি। দুই বছরের কৃষি ডিপ্লোমা বা বিজ্ঞানে স্নাতক। চা চাষ ও শ্রমিক ব্যবস্থাপনায় অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : সিনিয়র মেকানিক, ১টি। এসএসসি। সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটধারী। প্রধান শিক্ষক, প্রাইমারি, ১টি। বিএডসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক। শিক্ষকতা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার। সার্ভেয়ার, ২টি। এসএসসি। সার্ভে ফাইনাল উত্তীর্ণ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : মিডওয়াইফ, ১টি। ধাত্রীবিদ্যায় সার্টিফিকেটধারী। প্লাম্বার, ১টি। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা। জেনারেটর অপারেটর, ১টি। ভারী ডিজেল ও পেট্রল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।    

পদ ও যোগ্যতা : ক্যান্টিনম্যান, ১টি। এসএসসি/সংশ্লিষ্ট বিষয়ে সমমান কারিগরি প্রশিক্ষণ। চেইনম্যান, ১টি। অষ্টম শ্রেণি। মালি, ১টি। অষ্টম শ্রেণি।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১০ অক্টোবর।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম।

সূত্র : ইত্তেফাক, ১১ সেপ্টেম্বর, পৃষ্ঠা-১৫

ইবনে সিনা ট্রাস্ট
পদ ও যোগ্যতা : রেজিস্ট্রার, আইসিইউ। এমবিবিএসসহ এফসিপিএস পার্ট-১/এমডি পার্ট-১ (ইন্টারনাল মেডিসিন) অগ্রাধিকার। ডায়ালিসিস ইনচার্জ। এমবিবিএসসহ এফসিপিএস পার্ট-১/এমডিপার্ট-১ (নেফ্রোলজি) অগ্রাধিকার। মেডিক্যাল অফিসার। এমবিবিএস। জেনারেল আইসিইউতে দুই বছর কাজের অভিজ্ঞতা। ওটি ইনচার্জ। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স। ১০০ বেডের হাসপাতালে ওটি ইনচার্জ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর।

যোগাযোগ : সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি-৪৮, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
পদ ও যোগ্যতা : ইমাম, ১টি। যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে কামিল অথবা কওমি মাদরাসা থেকে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে দাওরায়ে হাদিস অথবা ইসলামী স্টাডিজে দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : মুয়াজ্জিন, ১টি। ফাজিল। মসজিদে খাদিম হিসেবে ২ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার, ১টি। এইচএসসি বা সমমান। কম্পিউটারে দক্ষ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৭টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে মিনিটে ২০ শব্দ করে। ওয়ার্ড মাস্টার, ২টি। এইচএসসি বা সমমান। ড্রাইভার, ২টি। জেএসসি বা সমমান। হালকা/ভারী যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স। টেলিফোন অপারেটর, ২টি। এইচএসসি।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর।

যোগাযোগ : পরিচালক, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ।

সূত্র : ইত্তেফাক, ১২ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রভাষক, ফার্মেসি, ৩টি, মনোবিজ্ঞান, ৩টি, দর্শন, ২টি, নাট্যকলা, ৪টি, সংগীত, ৫টি। শিক্ষাজীবনের যেকোনো ৩টি স্তরে প্রথম বিভাগ বা শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। যে স্তরে প্রথম বিভাগ বা শ্রেণি থাকবে না, সে স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ মার্কস। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।

বেতনক্রম : নবম গ্রেড।

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান, ৯টি, নৃবিজ্ঞান, ৫টি, ফরাসি ভাষা ও সাহিত্য, ১টি, আইন, ২টি, ফার্মেসি, ১টি, মনোবিজ্ঞান, ২টি, মাইক্রোবায়োলজি, ২টি, পদার্থবিদ্যা, ২টি।

বেতনক্রম : ষষ্ঠ গ্রেড।

আবেদনের শেষ তারিখ : ২ অক্টোবর।

যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

সূত্র : জনকণ্ঠ, ১১ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৩   

ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ
পদ ও যোগ্যতা : প্রভাষক, ১০টি। বিএসসি নার্সিং। মাস্টার্স ইন নার্সিং। শিক্ষকতার অভিজ্ঞতা অগ্রগণ্য। নার্সিং সুপারিনডেন্ট। বিএসসি নার্সিং। মাস্টার্স ইন নার্সিং। হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা। লিফটম্যান, ১টি। অষ্টম শ্রেণি।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর।

যোগাযোগ : ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ, ১৯০/১, বড় মগবাজার, ওয়্যারলেস রেলগেট, ঢাকা-১২১৭।

সূত্র : ইত্তেফাক, ১১ সেপ্টেম্বর, পৃষ্ঠা-৭

ওয়ালটন
পদ ও যোগ্যতা : ড্রাইভার, ২০টি। পিকআপ/প্রাইভেট কার ড্রাইভিং কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা। এসএসসি। ড্রাইভিং লাইসেন্স।

বয়সসীমা : অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর।

যোগাযোগ : নির্বাহী পরিচালক, এইচআরএম বিভাগ, ওয়ালটন গ্রুপ, করপোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, রোড-সাবরিনা সোবহান, ৫ এভিনিউ, বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা, ঢাকা-১২২৯।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ সেপ্টেম্বর, পৃষ্ঠা-১১

মন্তব্যসাতদিনের সেরা