kalerkantho

horror-club-banner

সুন্দরী ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে পালাচ্ছেন পুরুষরা!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৯:২৪ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরী ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে পালাচ্ছেন পুরুষরা!

ছবি : ইন্টারনেট থেকে

ভারতের তেলঙ্গানার নির্মল জেলার কাশীগুড়া গ্রামে রাত বাড়লেই হানা দেয় এক সুন্দরি ভূত। ঘুরে বেড়ায় গ্রামের যত্রতত্র। সেই ভূতের ভয়েই এখন ঘরছাড়া গ্রামের বেশিরভাগ মানুষ। গ্রামবাসীদের দাবি, সেই ভূত ঘোর পুরুষবিদ্বেষী। বেছে বেছে সে গ্রামের পুরুষদেরই টার্গেট করছে।  

সেই গ্রামে মোট ৬০টি পরিবার বাস করে। পাথর ভেঙে তাদের দিন গুজরান হয়। সুন্দরী ভূতের ভয়ে সে সব এখন শিকেয় উঠেছে। গ্রামবাসীদের কথায়, গত কয়েক মাস ধরেই উপদ্রব চালাচ্ছে ওই সুন্দরী ভূত। তবে সেই ভূতের হানাদারিতে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। ভূতের ভয় পুরোপুরি না কাটলে তাঁরা কেউই বাড়ি ফিরতে রাজি নন।

তেলঙ্গানার গ্রামগুলিতে ভূতের উপদ্রবের ঘটনা অবশ্য নতুন নয়। আগেও এই ধরনের খবর রটেছিল। তবে, সুন্দরী ভূতের ভয়ে গ্রামবাসীদের দলে দলে ঘর ছাড়ার ঘটনা এই প্রথম। খবর : আনন্দবাজার।

মন্তব্যসাতদিনের সেরা