রাস্তার মাঝখানে কোনো মানুষকে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে দেখতে কার না অস্বাভাবিক লাগে? কিন্তু এমন এক অস্বাভাবিক ঘটনার দেখা প্রায়ই পেত স্থানীয়রা। পরবর্তীতে রাতে সেই রাস্তায় যাতায়াত করতে গিয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ত। কারণ শুধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকাই নয়, অনেক দুর্ঘটনাও ঘটেছিল অদ্ভুত সেই ব্যক্তির কারণে।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। ম্যাসাচুসেটসের ৪৪ নম্বর রুটের লাল চুলো আগন্তুক এক কুখ্যাত ভূত ছিল সেটি। বহু মানুষই চলমান গাড়ি থেকে রাস্তার মাঝখানে হাঁটতে থাকা একটি লোককে প্রায়ই দেখে।
আর এ ভূতের কারণে বেশ কয়েকটা দুর্ঘটনাও ঘটে।
তবে এ ভূতের কাহিনীটি অত্যন্ত করুণ। স্থানীয় লোকদের বিশ্বাস পরনে জিন্সের প্যান্ট, লাল ফ্লানেলের শার্ট, দাড়ি এবং চুল লাল রঙের এই ভদ্রলোক নাকি এই রাস্তাতেই অনেক দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আর মৃত্যুর পর থেকে তাকে এ রাস্তাতেই ঘোরাফেরা করতে দেখা যায়।
কালের কণ্ঠের লেখক-পাঠকদের অংশগ্রহণে এই বিভাগ। এতে থাকবে অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার গল্প, সেইসব গল্প-কাহিনী-অভিজ্ঞতা যার তাৎক্ষণিক বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না। তবে এর প্রতি সাধারণের আকর্ষণ তীব্র। কারণ, মানুষ প্রিয়জনের মুখ দেখে যেমন আনন্দ পায়, বারবার তা দেখতে ভালোবাসে, তেমনি ভয় পেতেও ভালোবাসে। আসুন ডুব দেই ভয় আর রহস্যের জগৎ ‘হরর ক্লাবে’
লেখা পাঠান এই ঠিকানায়: [email protected]
মন্তব্য