kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

horror-club-banner

হরর ক্লাব : উইন্ডসর ক্যাসেলে রানি!

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৭ ১১:৩৬ | পড়া যাবে ১ মিনিটেহরর ক্লাব : উইন্ডসর ক্যাসেলে রানি!

যুক্তরাজ্যের বিখ্যাত উইন্ডসর ক্যাসেল অনেক পুরনো একটি রাজপ্রাসাদ। এ প্রাসাদের সর্বত্র যেন ছড়িয়ে রয়েছে বিপুল বিলাসিতার নিদর্শন।
তবে এ রাজপ্রাসাদের অদ্ভুত কিছু বিষয় এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। এ রাজপ্রাসাদে এমন সব মানুষদের আনাগোনা দেখা যায়, যারা এখন আর বেঁচে নেই। এ মানুষদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানিও।
জানা যায়, এ রাজপ্রাসাদে নাকি এখনো ঘুরে বেড়ান রানি প্রথম এলিজাবেথ। যদিও বহুদিন আগেই তার মৃত্যু ঘটেছে। এ রাজপ্রাসাদে যারা তাকে দেখেছেন, তারা বর্ণনা করেছেন সে গা ছমছমে অনুভূতি।
রানি আসার আগেই শোনা যায় হাইহিল জুতার আওয়াজ। তার কিছুক্ষণ পরই দেখা যায় তাকে।
সাধারণত তিনি প্রাসাদটির রয়্যাল লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে ভেতরের ঘরে ঢুকে যান। ওখানে যারা গেছেন, তাদের সবারই নাকি এ রকম অভিজ্ঞতা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা