kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

horror-club-banner

হরর ক্লাব : দ্য এক্সরসিস্ট ছবিটি সত্যিই কি ভূতুড়ে?

কালের কণ্ঠ অনলাইন   

১৩ এপ্রিল, ২০১৭ ১৩:০৬ | পড়া যাবে ১ মিনিটেহরর ক্লাব : দ্য এক্সরসিস্ট ছবিটি সত্যিই কি ভূতুড়ে?

দ্য এক্সরসিস্ট নামে ভূতুড়ে ছবিটি অনেকেই দেখেছেন। এটি শুধু ভূতুড়ে ছবিই নয়, জানা যায় এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বহু ভূতুড়ে ঘটনা। যেমন এর শ্যুটিং চলাকালীন বহু অভিনেতা আহত হয়েছেন। একরকম বিনা কারণেই তারা আহত হয়েছেন। যার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি আজও৷
এমনকি সিনেমাটির শুটিংয়ের সেট পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ এছাড়া ওই ছবির মুখ্য ভুমিকায় থাকা অভিনেতা জ্যাক ম্যাকগ্রান শ্যুটিং শেষে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যান৷
এ কারণে অনেকেই পৃথিবীর সবচেয়ে ভৌতিক ছবিগুলোর একটি হিসেবে ‘দ্য এক্সরসিস্ট’ বলেন অনেকেই। এটি অবশ্য অস্কার জয়ী ছবিও।
উইলিয়াম পিটার ব্ল্যাটি ১৯৭১ সালে ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস প্রকাশ করার পর তা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ১৯৭৩ সালে সেই উপন্যাসের চিত্রনাট্য লিখতে হয়েছিল তাঁকে। তারপর সেরা চিত্রনাট্যের জন্য ঝুলিতে ভরলেন একাডেমি অ্যাওয়ার্ড। হয়ে যান অস্কারজয়ী লেখক। চলচ্চিত্রটিও বেশ জনপ্রিয়তা পায়। তবে এর সঙ্গে জড়িয়ে যায় সত্যিকার ভূতুড়ে ছবির তকমা।

মন্তব্যসাতদিনের সেরা