<p>পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে তিনি খলনায়িকা হিসেবে বেশ পরিচিত। তার কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল পর্দার নায়িকারা। খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর। ধারাবাহিক নয়নতারা-তে অভিনয় করছেন তিনি।</p> <p>বর্তমানে মুম্বাইয়েই বসবাস করছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেও সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নন্দিনী জানালেন, কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন। নন্দিনী তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা এই ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন। যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1535938"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৪ সেকেন্ডে ঝড় তুললেন নুসরাত ফারিয়া" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/06/23/1750661956-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">২৪ সেকেন্ডে ঝড় তুললেন নুসরাত ফারিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/06/23/1535938" target="_blank"> </a></div> </div> <p>অভিনেত্রী দর্শকদের মনে একটু একটু করে জায়গা, সম্মান ও পরিচিতি পেতে চান। সে জন্য তিনি বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানিয়েছেন।<br />  <br /> নন্দিনী জানান, কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন। পাশাপাশি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বাই এসেছেন।</p> <p>যদিও এর পরই খুব হতাশার কণ্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা যায়। যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে তাকে বিপদে ফেলেছেন।</p> <p>নন্দিনী বলেছেন, অনুরোধ করছি দয়া করুন আমার ওপর। যাদের প্ল্যাটফরমে আমার বিকিনি পরা ছবি আছে, তারা ডিলিট করে দিন, প্লিজ! আমি অনেক কাজ হারিয়েছি সেই ছবিগুলোর জন্য। একটু মানবিকতা রাখুন মনের মধ্যে।</p> <p>দুবছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের বিকিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি-ভিডিও পোস্ট করেন। যা নিয়ে চর্চা হয় প্রচুর।<br />  <br /> আর নন্দিনীর মতে, এই বিকিনি ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। তাই অভিনেত্রীর অনুরোধ, সবাই যেন বিকিনি পরা সেই ছবিগুলো ডিলিট করে দেন।</p>