<p>দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এনিয়ে একাধিক অডিও ও স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে আলোচনায় ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীনের নাম। পরে তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।</p> <p>অডিওতে শোনা যাওয়া কণ্ঠটি তাজনুভা জেবিনের যে নয় সে বিষয়টি আরো নিশ্চিত করলেন এনসিপির আরেক নেত্রী ও অভিনয়শিল্পী নীলা নীলা ইসরাফিল। এনসিপি নেতা সারোয়ার তুষারের প্রকাশ হওয়া অডিওতে যে নারী কণ্ঠ শোনা গিয়েছে তা তাসনুভা জেবিনের নয় বলে জানিয়েছেন নীলা।</p> <p> এক ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল বলছেন, অডিওতে শোনা যাওয়া নারী কণ্ঠটি তাজনুভা জেবিনের নয়।  তার সম্পর্কে মিথ্যা অপবাদ ছড়ানো থেকে বিরত থাকুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1533529"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আনন্দ হলের গোপন ছোট দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায়?" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/06/18/1750233725-548d79c306e182995f6ba6c915a2a1ba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">আনন্দ হলের গোপন ছোট দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/06/18/1533529" target="_blank"> </a></div> </div> <p>এদিকে, গতকাল এক ফেসবুক পোস্টে তাজনুভা বলেন, শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পালটা প্রকাশ করা থেকে বিরত থাকছি। </p> <p>তিনি আরও বলেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এ ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।</p> <p>এদিকে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।</p>