<p>সামাজিক মাধ্যম প্রভাবক বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব ওঠে। বুধবার (৭ মে) দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই গুজব। বর্ষার ফেসবুক পেইজ থেকে দাবি করা হয়, তিনি মারা গেছেন। এরপরই অপর এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর প্রচার করেন নারী উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম প্রভাবক বারিশা হক।</p> <p>দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। সবাই তার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমকে সরব হয়ে ওঠে। </p> <p>তবে বাড়িশা সেই পোস্ট শেয়ার করার কিছুক্ষণ পরেই আরেকটি  পোস্ট করেন।  বারিশা। ওই পোস্টে পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বর্ষা চৌধুরী মারা যাননি। বারিশা আরও দাবি করেন, বর্ষা চৌধুরীর ফেসবুক পেইজ থেকে কে মৃত্যুর খবর পোস্ট করেছেন, সেটাও তিনি জানেন না। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার ৬-৭ বছরের সম্পর্ক ছিল, দাবি শামীমের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/05/07/1746599011-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার ৬-৭ বছরের সম্পর্ক ছিল, দাবি শামীমের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/05/07/1514124" target="_blank"> </a></div> </div> <p>এমন খবরে চুপ থাকেননি আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি বর্ষাকে সতর্ক করেন, এই বার্তা দেওয়ার চেষ্টা করেন যে একদিন মৃত্যুর খবরেও আর কেউ বিশ্বাস করবে না। </p> <p>নিজের সামাজিক মাধ্যমে পরীমনি লিখেছেন, রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।</p> <p>দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী, সেটা বছর দুইয়েক আগের ঘটনা। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক মাধ্যমে প্রায়ই স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। পরে আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে। সংসারও টেকেনি। এরপর বিয়ে নিয়ে আবারও আলোচনায় আসেন বর্ষা। <br />  </p>