<p style="text-align:justify">অনেক দিন পর একাধিক সিনেমা নিয়ে জমে উঠতে যাচ্ছে চিত্রপাড়া। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’সহ আরো বেশ কিছু সিনেমা।</p> <p style="text-align:justify">তবে এই চার সিনেমা নিয়ে ইতিমধ্যেই চলছে জোর উত্তেজনা। দর্শকরাও বেশ নড়েচড়ে বসছেন। ভক্তদের মধ্যেও অন্ত নেই উন্মাদনার। সব মিলিয়ে কী রেশ ফেলতে যাচ্ছে এবারের ঈদের সিনেমা, তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন তারা।</p> <p style="text-align:justify">সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজের শিল্পীরাও কম যান না। তারাও আসন্ন সিনেমাগুলোকে ঘিরে জানাচ্ছেন সাধুবাদ। এবার সেই তালিকায় শুভকামনা নিয়ে হাজির হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।</p> <p style="text-align:justify">এক ফেসবুক পোস্টে আসন্ন সিনেমাগুলো নিয়ে কথা বলেন তিনি। সেখানে অভিনেতা লিখেন, ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’; এই প্রত্যেকটা সিনেমাতে রয়েছে আমার আপন মানুষজন।<br /> ‘বরবাদ’ সিনেমার পরিচালক হলেন মেহেদী হাসান হৃদয়, যার সাথে আমি অসংখ্য কাজ করেছি। তার বড় পর্দার পথচলাও সুন্দর হোক এই কামনা করি। এ ছাড়া এই সিনেমায় আছেন শাকিব খান, উনার সম্বন্ধে যা বলব কম হয়ে যাবে।</p> <p style="text-align:justify">এরপর তিনি আরো লেখেন, ‘দাগি’ সিনেমায় রয়েছেন আমার সবচেয়ে প্রিয় অভিনেতা আফরান নিশো আর আমার অন্যতম প্রিয় পরিচালক শিহাব শাহীন। এরা আমার হৃদয়ের খুব কাছের দুজন মানুষ। বড় পর্দায় এবারও দুজন সফল হবেন এই কামনা করি। আর ‘জংলি’তে আছেন আমার ভাই সিয়াম আহমেদ। তার জন্য আমার শুভকামনা শুধু যে এখন তা নয়, বরং সব সময়ই।</p> <p style="text-align:justify">সিনেমাগুলোর সফলতা কামনা করে তৌসিফ বলেন, ‘আমি মন থেকে চাই আমার কাছের মানুষগুলো সফল হোক, এই ৩টি সিনেমাই সফল হোক। আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য এটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। শুধু এই তিনটিই নয়, এই ঈদে মুক্তি পাওয়া সব সিনেমার জন্য অন্তর থেকে শুভকামনা রইল। দেখার অপেক্ষায় রইলাম।’</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তৌসিফ মাহবুব। এবারের ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে।</p>