<p style="text-align:justify">গতকাল এক দিনে বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস গেছে। বসন্ত যেমন মন রাঙিয়েছে, তেমনি সবাই সেজেছিল নানা আঙ্গিকে, নানা সাজে।</p> <p style="text-align:justify">বাদ যাননি তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কেউ কেউ ঘুরতেও বেরিয়েছেন।</p> <p style="text-align:justify">এক দিন পর চিত্রনায়িকা পরীমনি অবশ্য নিজের ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন।</p> <p style="text-align:justify">আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনি স্ট্যাটাসে লাইভে আসার কথা জানিয়ে লিখেছেন, ‘লাইভে, আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ‍্যালেন্টাইনের পরিচয় করিয়ে দেব।’</p> <p style="text-align:justify">সেই সঙ্গে ‘আসছি’ বলে ভালোবাসার ইমোজিও পোস্ট করেছেন চিত্রনায়িকা।</p>