<p>বলিউডে অভিষেক হয়েছে আমিরপুত্র জুনাইদের। গত বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনাইদের প্রথম চলচ্চিত্র ‘মহারাজ’। এতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমিরপুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনাইদ আসছেন ‘লাভইয়াপ্পা’ শিরোনামের চলচ্চিত্রে। তবে প্রচার থেকে দূরেই থাকতে পছন্দ করেন আমিরপুত্র। তথাকথিত তারকা-সন্তান সুলভ আচরণও তার নেই। এমনকী ক্ষেত্রবিশেষে বাবার পরিচয় দিতেও নারাজ জুনাইদ! </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/06/1738815207-df36443024a3ff20e799cc0dceed8e31.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/06/1477543" target="_blank"> </a></div> </div> <p>ভারতীয় সংবাদমাধ্যমে একটি ঘটনা শেয়ার করেছেন জুনাইদ। যেখানে জুনাইদ জানান, বাবার তারকাখ্যাতি গায়ে মাখতে নারাজ তিনি। এমনকী বাবা আমির খানকেও অস্বীকার করেছিলেন তিনি! জুনাইদ বলেন, ‘মুম্বাইয়ে যা ট্রাফিক, তাতে গাড়ির থেকে অটো চড়াই শ্রেয়। অনেক সময় বাঁচে। আর তাছাড়া আমি এমন কোনো বড় তারকা নই যে সবাই আমার মুখ চেনেন। একবার হয়েছে কী, নাটকের মহড়ায় যাওয়ার জন্য অটোয় চেপেছি। হঠাৎ দেখি, যশরাজ ষ্টুডিও থেকে গাড়ি চেপে বাবা ফিরছে। আর দাঁড়াবি তো দাঁড়া আমার অটোর পাশেই দাঁড়াল বাবার গাড়ি। স্বভাবতই আমাকে দেখে জানলার কাচ নামিয়ে হাল-হকিকত জিজ্ঞেস করল বাবা। আমিও কথা বললাম টুকটাক। এদিকে সবটা তখন বিস্ফোরিত চোখে গিলছেন ওই অটোচালক। বাবা চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করে উঠলেন– আপনি উনাকে চেনেন কীভাবে?”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাইলেন ন্যান্সি, মডেল হলেন মেয়ে রোদেলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/06/1738824887-4d19aa639216f229ef6156939c7be9a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাইলেন ন্যান্সি, মডেল হলেন মেয়ে রোদেলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/06/1477580" target="_blank"> </a></div> </div> <p>তখন নিজেকে আড়াল করতে বাবার পরিচয়ই অস্বীকার জুনেইদ। কোনোরকম আমতা আমতা আমতা করে অটোচালককে জবাব দিয়েছিলেন আমির খান ও তার বাড়ি একই অঞ্চলে। তাছাড়া তার মা-দাদি বেনারসের মানুষ। সেই সূত্রে আমির খানকে চেনেন তিনি।</p> <p>মুক্তির অপেক্ষায় জুনাইদ খানের ‘লাভইয়াপ্পা’। জানা গেছে, নতুন প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে তার আসন্ন রোমান্টিক কমেডি সিনেমার মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়। এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। এর আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’য় পরিচালনা করেন তিনি।</p>