<p>জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন— সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। শ্রোতাদের একের পর এক জনপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে কনার ‘দুষ্টু কোকিল’ ও ‘প্রেমের দোকানদার’ গান দুটিও ব্যাপক হিট হয়েছে। প্লেব্যাক ছাড়াও সারা দেশে একের পর এক স্টেজ শো করে চলছেন এই কণ্ঠশিল্পী। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>৪০ কোটির মাইলফলক পার করল ‘দুষ্টু কোকিল’।</strong><strong> কেমন লাগছে?</strong></p> <p>অনেক বড় প্রাপ্তি, অ-নে-ক ভালো লাগছে। প্রতিটা স্টেজে অন্তত দুইবার তো গানটা গাওয়া লাগেই, কোনো কোনো সময় তিনবারও গাইতে হয়। সাধারণত স্টেজে ‘দুষ্টু কোকিল’ গানটি আমি তিন বা চার নম্বরে গাই। দেখা যায়, এর আগে দর্শক আরাম-আয়েশে গান শুনছেন। গান শেষে হাততালি দিচ্ছেন। তবে ‘দুষ্টু কোকিল’-এর সময় আর কেউ চেয়ারে বসে থাকে না। ছেলে-বুড়ো সবাই নাচতে শুরু করেন। এই যে দর্শকের তৃপ্তি, আনন্দ—এটা দেখতেই ভালো লাগে। ইউটিউব ভিউ তো জাস্ট একটা রেকর্ড, দর্শকের সাড়াটাই আসল অনুপ্রেরণা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/06/1738815207-df36443024a3ff20e799cc0dceed8e31.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জমি দখল প্রসঙ্গে এবার মুখ খুললেন পপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/06/1477543" target="_blank"> </a></div> </div> <p><strong>‘দুষ্টু কোকিল’-এর রেশ কাটতে না কাটতে এলো ‘প্রেমের দোকানদার’। এটিও প্রায় কোটি ভিউ হতে চলেছে...</strong></p> <p>আর বলবেন না! এই যে ভালো সময়টা যাচ্ছে, এর ধারাবাহিকতাটা যেন থাকে, সেই দোয়া করবেন। কারো দুষ্ট নজর যেন না লাগে। ‘প্রেমের দোকানদার’ মাঝখানে টিকটকে ট্রেন্ডিংয়ে একে ছিল। ঢাকাই মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক তারকাই এই গানে টিকটক, রিলস বানিয়েছেন। শুধু মেয়েরা নয়, ছেলেরাও নেচেছে গানটির সঙ্গে।</p> <p><strong>আপনাকে ব্যাক টু ব্যাক ‘আইটেম’ ঘরানার গানেই পাওয়া যাচ্ছে। রোমান্টিক গান কি কম করছেন?</strong></p> <p>যখন যে ধরনের গান হিট করে, নির্মাতারা, সংগীত পরিচালকরা সেই ধরনের গানেই শিল্পীদের ডাকেন; বিশেষ করে চলচ্চিত্রের গানে তো এটা হয়ই। একটা সময় যখন ‘দিল দিল দিল’, ‘তুই কি আমার হবি রে’— গানগুলো হিট করলে আমি একের পর এক রোমান্টিক গান করেছি। এখন ‘দুষ্টু কোকিল’ হিট করার পর সবাই এ ধরনের গান গাইতে ডাকছেন। এখানে আমার পছন্দ বা অপছন্দ বলে কিছু নেই। তবে আমি একজন পেশাদার কণ্ঠশিল্পী। সব ধরনের গানই গাইতে চাই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সার্জারি করেই সুন্দরী হয়েছেন হানিয়া আমির, রহস্য ফাঁস করলেন চিকিৎসক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/05/1738750103-1be983b1a4384f8570a178e0ae9b55fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সার্জারি করেই সুন্দরী হয়েছেন হানিয়া আমির, রহস্য ফাঁস করলেন চিকিৎসক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/02/05/1477223" target="_blank"> </a></div> </div> <p><strong>‘জলে জ্বলে তারা’ ছবির ‘তোকেই ভালোবাসি’ প্রকাশিত হয়েছে। প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছেন?</strong></p> <p>গানটি যাঁরা শুনেছেন তাঁরা পছন্দ করেছেন। তবে শ্রোতাদের কাছে পৌঁছেছে কম। আলাদা করে প্রচার-প্রচারণা করলে গানটি আরো সাড়া ফেলত। সত্যি বলতে, গানটি আমার খুব প্রিয়, শ্রোতারা শুনুক—এটা মন থেকেই চাই।</p> <p><strong>এখন নাটকের গানগুলো শ্রোতারা সেভাবে গ্রহণ করছেন না। কারণ কী বলে মনে করেন?</strong></p> <p>চলচ্চিত্রের সঙ্গে নাটকের গানকে মেলালে তো হবে না। চলচ্চিত্র তো ‘লার্জার দ্যান লাইফ’। তবে নাটকের গান যে খারাপ হচ্ছে তা কিন্তু নয়। আমার গাওয়া ‘ভুলনা আমায়’, ‘পরাণ’, ‘সখী’ গানগুলো তো দারুণ সাড়া পেয়েছে। আসলে মানুষ এখন বিনোদনে একটু কম মনোযোগী। মাঝখানে তো নানা চড়াই-উতরাই গেল। সময়টা আরেকটু স্থির হলে নাটকের গানও সাড়া ফেলবে।</p> <p><strong>স্টেজ শো নিয়ে ব্যস্ততা কেমন?</strong></p> <p>এখন আর সামাজিক মাধ্যমে স্টেজ শো নিয়ে পোস্ট করি না। নজর লাগে। এই মাসে এখন পর্যন্ত ৯টি শো কনফার্ম। আরো পাঁচটি শো নিয়ে কথা চলছে। তবে কোথায় কোথায় শো সেটা এখনই বলতে চাই না। ‘দুষ্টু কোকিল’ হিট হওয়ার পর আমার স্টেজ শো নিয়ে পেছন ফিরে তাকাতে হয়নি। বলতে পারেন, আমিই সময় দিতে পারিনি, নিজেই অনেক শো ছেড়ে দিয়েছি।</p> <p><strong>ভালোবাসা দিবসে গান আসবে?</strong></p> <p>অনেক দুঃখের সঙ্গে বলছি, না। আসলে সময় করে উঠতে পারিনি। স্টেজ শো নিয়ে এত ব্যস্ত যে একটা মিউজিক ভিডিও নির্মাণ করব, সেই সময়টুকু নেই। তবে এখনো সপ্তাহখানেকের বেশি সময় আছে। দেখি কোনো অ্যাকুয়াস্টিক গান শ্রোতাদের উপহার দিতে পারি কি না!</p>