<p>দেশের জনপ্রিয় অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা। সম্প্রতি লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে বেশ আলোচনায় উঠে এসেছিলেন। সমালোচনার মুখে পড়লেও দমানো যায়নি অভিনেত্রীকে। এবার ব্যবসায়ী পরিচয়ে আবির্ভূত হয়েছেন স্বাগতা। অর্গানিক খাদ্যসামগ্রী নিয়ে শুরু করলেন নতুন অধ্যায়।</p> <p>নিজের শুরু করা ব্যবসায় অনলাইন শপের নামও রেখেছেন নিজের নামে—‘ট্রুগানিক বাই স্বাগতা’। অফিস নিয়েছেন ঢাকার বনানীতে। এখান থেকে বিভিন্ন অর্গানিক খাদ্যসামগ্রী বিক্রি করবেন তিনি। এর মধ্যে চিনিগুঁড়া চাল, চিড়াসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন।</p> <p>স্বাগতা বলেন, ‘আমাদের দেশে সাধারণত অর্গানিক ফুড বলে অনেকে ক্রেতাদের ধোঁকা দেন। আমি সেটা করব না। আমাদের নিজেদের একটা ফার্ম আছে। সেখানে ধানসহ অন্যান্য ফসল হয়। আছে গবাদিপশুর খামারও। নিজেদের পণ্যই বিক্রি করব, কোনো তৃতীয় হাত থাকবে না। ফলে দামও কম রাখতে পারব আমরা। ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলা শহরেও আউটলেট নেওয়ার ইচ্ছা রয়েছে আমার।’</p>