<p>থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। ৬৯তম সিনেমাটিই তার শেষ সিনেমা হবে। এর নাম দেয়া হয়েছে ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। সিনেমা তিনি আর করবেন না। সেই ঘোষণা আগেই দিয়েছিলেন। তাই তার শেষ সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। জনতার নেতার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার পরিচালক এইচ বিনোদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামিন পেয়ে যা বললেন পরীমনি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/27/1737955543-70f9be47dafeab8711f4b92ed8ebf110.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামিন পেয়ে যা বললেন পরীমনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/27/1473463" target="_blank"> </a></div> </div> <p>টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমায় অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। এরপর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দেবেন। ইতোমধ্যে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ন্যান্সির কণ্ঠে মেয়ে রোদেলার গান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/27/1737957234-27e5e3e9b804a7ae3417577be33ab887.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ন্যান্সির কণ্ঠে মেয়ে রোদেলার গান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/27/1473473" target="_blank"> </a></div> </div> <p>এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে সাদা পোশাক পরা অবস্থায় জনগণের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে। জানা গেছে, অভিনেত্রী পুজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওল থাকবেন এতে। এই মুহুর্তে ভারতের মিউজিক সেনসেশান অনিরুধ রবিচন্দন সুর করবেন সিনেমাটির।</p> <p>বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান। অভিনেতা  মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশকিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।</p>