<p>অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি শপথ নিয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন আরো দুজন নতুন উপদেষ্টা।</p> <p>নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেওয়ার পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং (লোভনীয়), না বলাটা মুশকিল।’</p> <p>তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘আমি আশা করি, যে কয় দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব।’</p> <p>আজ সকালেই তার নির্ধারিত মন্ত্রণালয়ে গেছেন এই উপদেষ্টা। অফিস করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। ফারুকীর উপদেষ্টা হওয়ার খবরটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভ কামনা জানাচ্ছেন এই পরিচালককে। ইতোমধ্যে বিভিন্ন নাট্যাভিনেতা, চলচ্চিত্রশিল্পী ও পরিচালকরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই কাতারে আছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।</p> <p>সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর তার ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতাসম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’</p> <p>তবে শুভ কামনা জানানোর পাশাপাশি ফারুকীকে নিয়ে সমালোচনাও হচ্ছে। অনেকেই পোস্ট দিয়ে তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন।</p> <p>প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।</p>