<p>বছর দুয়েক আগে নাজিফা তুষি অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পায়। ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে সামনে আসেন গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমন। বলা যায়, প্রথম ছবিতেই বাজিমাত করেন পরিচালক। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর  এই নির্মাতা এবার ফিরছেন নতুন সিনেমা ।</p> <p>নিজের পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান সুমন। তার এবারের সিনেমার নাম ‘রইদ’। এই ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতের মিল না হওয়ায় সিনেমাটির অনুদান ফেরত দেন জয়া। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্‌স।</p> <p>সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানেছে, আজ ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে। সুমনের প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও পাত্রী হিসেবে থাকছেন নাজিফা তুষি। আর পাত্র হিসেবে আছেন মোস্তাফিজুর নুর ইমরান।</p> <p>তবে সিনেমাটির শুট শেষ না করে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা।</p>