<p>আলোচিত চিত্রনায়িকা শিরীন শিলা। ক্যারিয়ারে যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার বেশির ভাগই ডিপজলের সঙ্গে। আজ এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উঠতি এ নায়িকা। তার হবু বরের নাম সাজিল। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের বিষয়ে শিরীন শিলা এখনো কিছু জানাননি।</p> <p>একটি সূত্র অভিনেত্রীর বিয়ের খবর জানিয়ে বলেন, ‘শিরীন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।’</p> <p>চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরীন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরীন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সব কিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিরিন শিলাকে জড়িয়ে ধরে চুম্বন, পা ধরে মাফ চাইল সেই ছেলে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/05/24/1684916919-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিরীন শিলাকে জড়িয়ে ধরে চুম্বন, পা ধরে মাফ চাইল সেই ছেলে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2023/05/24/1283034" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি মুক্তি পেয়েছে শিরীন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।</p> <p>সিনেমার পাশাপাশি শিরীন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরীন শিলাকে।</p> <p>কিছুদিন আগে এক অসহায় তরুণকে সাহায্য করতে গিয়ে চুমুকাণ্ডে ভাইরালও হয়েছিলেন তিনি।</p>