<p>শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে তাকে জেরার জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কবে আসছে শাহরুখ খানের ‘পাঠান ২’?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726999940-422e9ae22eca7f75d225f032067bb32e.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কবে আসছে শাহরুখ খানের ‘পাঠান ২’?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/22/1427817" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেন্সর বোর্ডে যোগ দিচ্ছেন না শবনম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726999036-bb72f675b7ff7cc7d129a66acfe59d6d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেন্সর বোর্ডে যোগ দিচ্ছেন না শবনম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/22/1427813" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>এদিন বেলা পৌনে ১২ টায় পরীমনি আদালতে উপস্থিত হন। এরপর দুপুর ২টার পর খাসকামরায় তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এসময় বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি নাসির উদ্দিন ও অমির পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অপর আসামি শহিদুল উপস্থিত ছিলেন না। জবানবন্দি শেষে বেলা সাড়ে ৩ টার দিকে আদালতের খাসকামরা থেকে বের হন পরীমনি। </p> <figure class="image"><img alt="5" height="281" src="https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t1.15752-9/459659232_1183896066013461_2294350667905944656_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_ohc=M648840eKCwQ7kNvgGQ_VG1&_nc_ht=scontent.fdac174-1.fna&_nc_gid=Agmnrp1CRH-CARcd0j7UnNt&oh=03_Q7cD1QHwfG0yMGZXXL4kNiAG09cfNColbxNE4KvkeoxT92-8CA&oe=67174455" width="500" /> <figcaption><sub><em>আদালতে পরীমনি</em></sub></figcaption> </figure> <p>২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। </p> <p>২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।</p>