<p>সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।</p> <p>দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ। তিনি জানান, ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।</p> <p>সিদ্দিকুর রহমান পলাশ আরো জানান, মরহুমের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।</p> <p>সাংবাদিক দেওয়ান হাবিব চলচ্চিত্রবিষয়ক সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।</p>