<p>‘তুফান’খ্যাত নির্মাতা রায়হানি রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। এখন আবার শোনা যাচ্ছে, তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার। এ প্রসঙ্গে এবার স্পষ্ট বার্তা দিলেন তিনি।</p> <p>২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল- প্রেম করছেন রাফি ও তমা মির্জা। এ ছাড়া কয়েকবার এ ধরনের গুঞ্জন উঠেছে। শুরুতে এসব একদমই পাত্তা দিতেন না তারা। এ কারণে মন্তব্যও করতেন না তমা মির্জা কিংবা রাফি। এদিকে জন্মদিনে তাদের একে-অপরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট দেখে নেটিজেনরা প্রায়ই মন্তব্য করে থাকেন, হয়তো বন্ধুত্বের থেকেও বেশি কিছু রয়েছে তাদের মধ্যে। আবার একাংশের ধারণা, শুধুই হয়তো বন্ধু তারা। যদিও গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমে এ ব্যাপারে তমা মির্জা ও রাফি জানিয়েছেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। এ ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।</p> <figure class="image"><img alt="5" height="346" src="https://cdn.ekattor.online/contents/cache/images/640x0x1/uploads/media/2024/06/02/91cf723cda4aabc76bfbdae12cec1fe3-665c93d60fa65.png" width="500" /> <figcaption><sup><em>রায়হান রাফি ও তমা মির্জা</em></sup></figcaption> </figure> <p>এরই মধ্যে নতুন করে শোনা যাচ্ছে, তমা মির্জা ও রাফির মধ্যকার সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু আসলেই কি তাই? সম্প্রতি এ ব্যাপারে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন রাফি। একটি অনুষ্ঠানে নির্মাতার কাছে জানতে চাওয়া হয়, অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরো অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন?</p> <p>এ প্রশ্নের জবাবে রাফি বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের মধ্যকার সম্পর্কটা। আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’ </p> <p>দুজনকে ঘিরে আগের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আসলে সেসব শুধুই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।</p> <p>রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।</p>