<p>প্রথমবার সিরিজ ‘হীরামান্ডি’ নির্মাণ করে অভূতপূর্ব সাড়া পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি। নেটফ্লিক্সে মুক্তির পর এটি রেকর্ড পরিমাণ ভিউ পেয়েছিল। ফলে প্রযোজক-পরিবেশকদের কাছে তার কদর নতুন করে বেড়েছে। সেটার প্রভাবই যেন পড়ছে নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ।</p> <p>এখনো শুটিং শুরু হয়নি সিনেমাটির। এর মধ্যেই আয়ের অঙ্ক ২১৫ কোটি রুপিতে পৌঁছাল! ভারতীয় প্রতিবেদন অনুসারে জানা গেছে, নির্মীয়মাণ সিনেমাটির ডিজিটাল স্বত্ব নিচ্ছে নেটফ্লিক্স। এর জন্য প্রতিষ্ঠানটি দিচ্ছে ১৩০ কোটি রুপি।</p> <p>বানসালির সিনেমায় সংগীতের বিশেষ মাধুর্য থাকে। তাই সারেগামা মিউজিক রাইটস কিনে নিয়েছে ৩৫ কোটি রুপিতে। এ ছাড়া টেলিভিশন স্বত্ব বিক্রি থেকেও আসছে ৫০ কোটি রুপি।</p> <p>সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। আগামী বছর ঈদে মুক্তি পাবে এটি। একই সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার</p>