<p>একসময় নিয়মিত শুটিং করতেন অপূর্ব। এখন খানিকটা অনিয়মিত। বিশেষ করে নাটক খুব করেন এই অভিনেতা। তবে সেই আড়মোড়া ভেঙে আবারও সরব হলেন নাটকে। অবশ্য মাঝের কয়েকমাস তো রাজনৈতিক কারণে দেশ উত্তাল ছিল। সব মিলিয়ে নতুন ফেরাই বলা যায়। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।</p> <p>নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা রম কম গল্প। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একটানা দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’</p> <p>আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।</p>