<p>ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজে দিশাহারা বন্যাকবলিতরা। </p> <p>এরই মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারকাদের অনেকে। কেউ কেউ বাড়িয়েছেন সহযোগিতার হাত। নীরবতা ভেঙেছেন চঞ্চল চৌধুরীও। ফেসবুকে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে অভিনেতা লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’ </p> <p>বানভাসিদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। তার পোস্টের মন্তব্য বিভাগে অসংখ্য নেটিজেনের ক্ষোভ দেখা গেছে। কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন অভিনেতাকে।</p> <p>একজন লিখেছেন, ‘আপনাকে পাশে দাঁড়াতে হবে না। আমরাই যথেষ্ট। গুলি খাইতেছিলাম, তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না, এখন আসছে মায়াকান্না দেখাতে।’</p> <p>অন্য একজন লিখেছেন, ‘রিয়েল লাইফেও আয়নাবাজি! যাই হোক... কাজ করলে সাধুবাদ জানাই!’ </p> <p>কেউ লিখেছেন, ‘এটেনশন সিকার, দাদা এই চান্সটা কাজে লাগাও।’</p> <p>একজন লিখেছেন, ‘চঞ্চল চৌধুরী তেলবাজ।’</p> <p>এ ছাড়া ‘দালাল’ ও ‘সুবিধাবাদী’ বলেও অনেকে সম্বোধন করেছেন অভিনেতাকে। মানুষের আবেগ নিয়ে খেলার প্রয়োজন নেই বলেও সাবধান করেছেন অভিনেতাকে। </p> <p>ইতিমধ্যে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যান্য তারকা। নিজ নিজ জায়গা থেকে বানভাসীদের রক্ষার আর্জি জানিয়েছেন অনেক তারকা। কেউ কেউ প্রার্থনায় রাখছেন বন্যাদুর্গতদের।</p>