<p>প্রতিবাদী গানে বরাবরই সরব প্রমিথিউস ব্যান্ডের প্রধান ও কণ্ঠশিল্পী বিপ্লব। ছাত্র আন্দোলনের মাঝে ৭ জুলাই তিনি কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা ‘এভাবে দিন অন্ধের মতো চলতে পারে না’-কে গানে রূপান্তর করে প্রকাশ করেছিলেন। </p> <p>এবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আরেকটি গান প্রকাশ করেছেন বিপ্লব, নাম ‘সেভ বাংলাদেশ’। ১৯ আগস্ট নিজের ফেসবুক পেইজে গান প্রকাশের পর থেকেই শ্রোতারা লুফে নেয়।</p> <p>২৪ ঘণ্টা পার হওয়ার আগেই গানটি এক লাখের বেশি মানুষ শুনেছে। জাভেদ আহমেদ কিসলু গানটির কথা ও সুর করেছেন। তিনি বলেন, ‘বিপ্লব ভাইয়ের কণ্ঠে গানটি দারুণ মানিয়েছে। লেখা ও সুর করার সময়ই তাঁর কথা ভেবেছিলাম। বিপ্লব ভাই নিউ ইয়র্কে থাকেন। সেখানেই তিনি গানটি রেকর্ড করেছেন।’</p> <p>আশির দশকের জনপ্রিয় ব্যান্ডশিল্পী বিপ্লব। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘প্রমিথিউস’ ব্যান্ডদলের প্রধান ও ভোকাল তিনি। ব্যান্ড, মিক্সড, একক অ্যালবাম, স্টেজ শো দিয়ে দেশ মাতিয়েছে। সে সময়ে তার গান ছিল শ্রোতাদের মুখে মুখে। একসময়ের দেশ মাতানো এই গায়ক এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। কাজের ফাঁকে সুযোগ পেলে নতুন গান প্রকাশ করেন। </p>