<p>‘কন্যারে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পান শান সায়েক। এবার তিনি ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ অন্যান্যদের নিয়ে গান তৈরি করেছেন। ‘তোমাদের ভুলব না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন মিফতাহ করিম।</p> <p>শানের সঙ্গে আরো গেয়েছেন লতা আচার্য্য ও মুত্তাক হাসিব। গতকাল মিউজিক অব আর্ট নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।</p> <p>শান বলেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে গানটি করেছি। আসলে ছাত্রদের ত্যাগের এই ইতিহাস জাতি কখনো ভুলবে না। তাঁরা জীবন দিয়েছে বলেই আজ আমরা নতুন দিগন্তের দেখা পেয়েছি। গানটি তাই ছাত্রদের উৎসর্গ করেছি আমরা।’</p>