<p>টেলর সুইফট আসবেন আর শান্ত থাকবে লন্ডন, তাই কি হয়? প্রত্যাশা যেমন ছিল, তেমনটাই আলো ঝলমলে রাতকে রঙিন করলেন বিশ্বের অন্যতম সেরা মিউজিক সেনসেশন টেলর সুইফট। লাখো দর্শক-শ্রোতার উপস্থিতিতে লন্ডনের মাটিতে আরেকবার হয়ে গেল সুইফট উৎসব!</p> <p>দুনিয়ার এই সময়ের সবচেয়ে নামি শিল্পী টেইলর সুইফট। মিউজিক্যাল ট্যুর এরাসে নেমেছেন জনপ্রিয় এই গায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কনসার্ট হওয়ার কথা ছিল টেইলর সুইফটের। কনসার্ট উপলক্ষে দারুণ সব সাজে সেজেছিল ভিয়েনা। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছিল সেই কনসার্ট।</p> <p>পরের কনসার্টই তাঁর লন্ডনে। ১৫ আগস্ট ওয়েম্বলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। সব বাধা এড়িয়ে সেদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ৯২ হাজার দর্শক। দলে দলে তরুণ-তরুণীরা ভিড় করেছে কনসার্টে। চারদিক সেজে উঠেছিল সুইফটের মায়াবী চেহারায়। শুধু বিলবোর্ড নয়, এদিন লন্ডনের রাস্তা, দেয়ালও হয়ে ওঠে সুইফটময়।</p> <p>কনসার্টের বড় চমক ছিল সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ গায়ক এড শিরানের উপস্থিতি। মঞ্চে বন্ধুর সঙ্গে পারফরম করেছেন শিরানও। একই স্টেডিয়ামে কাল-পরশুও টানা গাইবেন সুইফট।</p> <p>এর আগে ২১ জুন ‘এরাস ট্যুর’-এর যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জনতাকে মাতিয়ে গেছেন টেলর সুইফট। লন্ডনে টেলরের কনসার্টজুড়ে দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ও ছিল অগনিত। সারা শহর জুড়ে সুইফটের ম্যুরালসহ লন্ডন যেন পরিণত হয়েছিল ‘টেলর’ শহরে। ১৫ আগস্ট সেই দৃশ্য আবারও ফুটে উঠল লন্ডনের মাটিতে। আবারও সুরের তালে লন্ডনবাসীকে মাতালেন সুইফট।</p>