<p>বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। ঘরে বসেই এবার সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা।</p> <p>কবীর খান পরিচালিত এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবীর খান ফিল্মস প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি। যিনি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের একজন সৈনিক ছিলেন এবং আঘাতের কারণে শারীরিকভাবে অক্ষম হয়েও পড়েছিলেন। অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও পেটকার অনেক খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ১৯৭২ সালে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। </p> <p>ওটিটির প্রাইম ভিডিওতে চান্দু চ্যাম্পিয়ন দেখতে পাবেন দর্শকরা। প্রাইম ভিডিও ইন্ডিয়ার কনটেন্ট লাইসেন্সিং ডিরেক্টর মনীশ মেনহানি বলেছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন তার গল্প এবং কার্তিক আরিয়ানের দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করেছে।’</p> <p>এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সিনেমাটি ৯ আগস্ট থেকে ভারতে এবং ২০০টিরও বেশি দেশে স্ট্রিম করা হচ্ছে ওটিটি প্ল্যটফরমে।</p> <p>কবীর খান পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিজয় রাজ, ভুবন অরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, অনিরুদ্ধ এবং শ্রেয়াস তালপাড়ে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর হাত ধরে পরিচালক হিসেবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কবীর খানের ৷ এর আগে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ব্লকব্লাস্টার হিট হলেও ‘টিউবলাইট’ ও ‘৮৩’ মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে৷ ১২০ কোটি বাজেটে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন ভারতীয় বক্স অফিসে ৭৪ কোটি রুপি আয় করেছে। এখন দেখার বিষয়, ‘চান্দু চ্যাম্পিয়ন’ ওটিটিতে কেমন সাড়া ফেলে।</p>