<p>দেশের অন্যতম অভিনেত্রী রোকেয়া প্রাচী। তবে অভিনয়ের বাইরে তিনি রাজনীতিতেও সক্রিয়। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তিনি। রয়েছেন একটি পদেও।  সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতার আশপাশে থাকা মানুষদের খুব একটা দেখা যাচ্ছে না। অনেকেই বিদেশ পাড়ি জমিয়েছেন। অনেকেই আবার ফোন বন্ধ করে চলে গেছেন আত্মগোপনে। যদিও রোকেয়া প্রাচীকে কালের কণ্ঠ’র পক্ষ থেকে কয়েক দফা ফোন করা হলেও কল রিসিভ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন তিনি। বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছেন তিনি।</p> <p>যেমন গতকাল তিনি লিখেছেন হঠাৎ করে বেড়ে যাওয়া ডাকাতি নিয়ে। তিনি লিখেছেন, ‘সব জায়গায় ডাকাত । লুট হচ্ছে। সব এলাকায় লোকজনের ঘুম বাদ দিয়ে এখন একটাই কাজ ডাকাত খেদাও। এটা ফেসবুক  নিরপেক্ষ রিপোর্ট প্রমাণসহ। অবাক হচ্ছেন কেন? ডাকাতি হবে না? ডাকাতরা খোদ গণভবনই ডাকাতি করেছে। ধানমণ্ডি ৩২ এবং ...এসব জায়গায় ডাকাতি করে পিএইচডি করে ফেলেছে। বাহবাই পেয়েছে। উল্লাস করে স্বাধীনতা উৎসব উদ্বোধন করেছে এসব ডাকাতি করে। ডাকাতরা (খুব শিক্ষিত, দেখতে ভালো, সব রকমের, সব বয়সের), ডাকাতবিষয়ক রচনা পড়তেই হবে না। এসব ফুটেজ দেখে নিলেই হবে। আর ডাকাতরা ভাবতেই পারে গণভবনের মতো সব মহল্লায় গেট খোলা, কোনো বাধা নেই। টিভিতে টেলিকাস্ট ও হবে, কী মজা।’</p> <p>পরে তিনি যুক্ত করেছেন এভাবে, ‘আর এত ভাবছেন কেন, পরে এসে ক্যামেরার সামনে কিছু জিনিসপত্র  ফেরত দিয়ে যাবে। তখন কেউ কেউ বলবেন, বাহ্, এমন ডাকাতি আর জিনিস ফেরত দেওয়া ডাকাতই তো দেখতে চেয়েছিলাম।’</p>