<p>কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগে সাধারণ জনতার মাঝে শুরু হয় গণ-উল্লাস। সারা দেশে বিশেষ করে রাজধানীতে বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সব পেশার সাধারণ মানুষ। তবে সন্ধ্যা গড়াতেই সম্পূর্ণ নতুন বাঁক নেয় পরিস্থিতি। নিপীড়ন শুরু হয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। দেশের অনেক জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়িঘরে আগুন ও মন্দির ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এমন ঘটনার নিন্দা জানিয়েছেন বলিউড তারকা সোনু সুদ।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনু সুদ এক বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী নারীর ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সেই নারীকে বলতে শোনা যায়, বিজয় মিছিল নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদের বাড়িতে কিভাবে ভাঙচুর চালিয়েছে। তাদের দেশ ছাড়তে বলছে। এই অবস্থায় কতটা নিরাপত্তাহীনতা, অসহায় অবস্থায় রয়েছেন তারা সেটাই বারবার জানিয়েছেন তিনি ভিডিওতে। </p> <p>ভিডিওটি শেয়ার করে বাংলাদেশে থাকা ভারতীয়দের ফেরত আনার আহ্বান জানিয়ে সোনু সুদ লেখেন, ‘এবার আমাদের সেরাটা দেওয়া উচিত। আমাদের সব ভারতীয় সহকর্মী ও নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য। যাতে ওরা এখানে ফিরে একটা শান্তির জীবন পায়। এটা খালি ভারতীয় সরকারের কর্তব্য নয়, ওরা ওদের মতো আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরও দায়িত্ব। জয় হিন্দ।’</p> <figure class="image"><img alt="5" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/Dev 2/hbhbdhbdsk.JPG" width="500" /> <figcaption><sub><em>সোনু সুদের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে নেওয়া</em></sub></figcaption> </figure> <p>গতকাল (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়। </p> <p>পদত্যাগের পর দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। ভারত থেকে তিনি ইউরোপের কোনো দেশে বা লন্ডন যেতে পারেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে খবর দিচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।</p>