<p>তারকাদের নিয়ে প্রায়ই মৃত্যুর গুজব শোনা যায়। দেশের তারকাদের নিয়েই অবশ্য বেশি শোনা যায়। তবে সেই গুজবের ঢেউ আছে পাশের দেশ ভারতেও। সেখানেও হুটহাট তারকাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। যেমন অক্ষয় কুমারকে নিয়ে সম্প্রতি ছড়িয়েছে তিনি মারা গেছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সরফিরা’। কিন্তু এর মধ্যেই নাকি তাঁর কাছে আসছে একের পর এক মৃত্যুসংক্রান্ত মেসেজ। এমন বার্তাও তাঁর কাছে আসছে, যেখানে বলা হচ্ছে অভিনেতা নাকি আর জীবিত নেই। কিন্তু কেন এই পরিস্থিতির মুখোমুখি অভিনেতা? সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বললেন অক্ষয়।</p> <p>সে সময় অভিনেতা বললেন, ‘আমি মরে যাইনি। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, আমার কাছে সেগুলি আসছে। এই জন্য কোনো এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন, চিন্তা কোরো না। তুমি শীঘ্রই ফিরে আসবে।’ আমি তাঁকেও উত্তর দিয়েছি, ‘আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ? আমি কোথাও যাইনি। আমি এখানেই আছি এবং আমি কাজ করতে থাকব।’</p> <p>বর্তমানে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও কাজ কোনোভাবেই ছাড়া যাবে না, জানালেন অক্ষয়। অভিনেতার কথায়, ‘যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারো থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।’</p> <p> ‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ —অক্ষয়ের এই ছবিগুলি বক্স অফিসে অসফল। অভিনেতা বলেন, ‘নানা ধরনের ছবি করতে থাকব আমরা। এক ধরনের ছবি নিয়ে আমি পড়ে থাকি না। ছবি নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি আমি। এভাবেই আমি কাজ করে এসেছি।’</p> <p>সূত্র : আনন্দবাজার</p>