<p>যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে থাকেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তাঁর তিন সন্তানও পড়াশোনা করেন সেখানে। নিউ ইয়র্কের ‘কুইন্স লার্নিং সেন্টার’ থেকে সম্প্রতি তিন মাসের একটি কোর্স শেষ করেছেন মুন্নী। বিষয় কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ, হিউম্যান রাইটস, সোশ্যাল হ্যারাসমেন্ট, ফুড হ্যান্ডলার ও ম্যানেজমেন্ট।</p> <p>এবার তিনি একই কলেজ থেকে ‘রেকর্ডিং অ্যান্ড মিউজিক’-এর ওপর কোর্স করবেন বলে জানিয়েছেন।</p> <p>গতকাল মুঠোফোনে নিউ ইয়র্ক থেকে মুন্নী বলেন, ‘শিক্ষার কোনো শেষ নেই। আমি খানিকটা মজার ছলে আগের কোর্সটি করার জন্য আবেদন করেছিলাম। তাঁরা আমার সেই আবেদন গ্রহণ করেন। সারা বিশ্ব থেকে মাত্র ২৪ জন কোর্সটি করেছেন। তবে আমি ছাড়া বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের আর কেউ সুযোগ পায়নি। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে।’</p> <p>‘রেকর্ডিং অ্যান্ড মিউজিক’ কোর্স করা প্রসঙ্গে মুন্নী বলেন, ‘আমার ব্যাকগ্রাউন্ড গানের। ফলে এই বিষয়ে আবেদন করতেই তাঁরা গ্রহণ করেছেন। আশা করছি, আগের কোর্সটির মতো এবারও ভালো ফল করতে পারব। গানের ওপর নতুন করে কিছু শিখতে পারব।’</p>