<p>কোটা সংস্কারের আন্দোলন চলছে। সারা দেশই উত্তাল। তারকারাও বসে নেই। অনেকেই কোটাবিরোধীদের আন্দোলনে সমর্থন জানিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন। অনেকেই না দেওয়ায় আলোচনা-সমালোচনাও হচ্ছিল বিভিন্ন গ্রুপে। অনেকেই এখন পোস্ট করে জানিয়ে দিচ্ছেন তাদের অবস্থান। এবার নিজের অবস্থান ও ছোট ভাইয়ের কথা বললেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি তার ছোট ভাইয়ের বিদেশ যাওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দেন রাতে। তিনি লেখেন, কয়েক দিন আগে আমার ছোট ভাই সাদ দেশের বাইরে পড়তে গেল। সত্যি বলতে আমি চাইনি ও বাইরে যাক। যে ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত আম্মুর কাছে ঘুমিয়েছে, ওকে আমি বকা দিলেও আম্মুর কাছে গিয়ে চুপিচুপি নালিশ করত, টাকা দরকার, কোনো কিছু কেনা দরকার, সব কিছুই সে আম্মুকে বলে।’</p> <p>তিনি আরো বলেন, ‘‘আমি ভাবতাম বাড়ির ছোটো ছেলে, আম্মুর বেশি আদরের তাই তার আবদার সে বাইরে যাবে পড়তে। আব্বু আম্মুর এক কথা ‘ও যেটা চায় সেটাই করুক’। আমি ওকে প্রায় রোজই বলতাম ‘কেন যাবি তুই দেশের বাইরে, এখানে কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, চাকরির সুযোগ-সুবিধা আছে, তুই চলে গেলে তোর মায়া হবে না এই দেশের জন্য? কষ্ট লাগবে না মানুষগুলোর জন্য?’ সাদ কোনো উত্তর দিত না। চুপ করে থাকত। আমি ভাবতাম কথাবার্তা কম বলে তাই চুপ করে শুনে শুধু। কিন্তু আজ মনে হলো শান্তশিষ্ট আমার ছোট ভাইটা একা একা ঠিক ডিসিশনটাই নিয়েছে। ও নিশ্চয়ই বুঝেছে এই দেশের প্রতি ওর মায়া রেখে লাভ নেই কারণ এই দেশ দেশের সন্তানদের মায়া করে না।”</p> <p>তার ছোট ভাইয়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘যতগুলো স্টুডেন্টদের রক্তাক্ত ছবি দেখছি, ততবারই বুকের মধ্যে একটা ধাক্কা লাগছে। মনে হচ্ছে আমার ছোট ভাই ওদের মধ্যে কেউ!’</p> <p>সাদিয়া আয়মান এই সময়ের নাটকের ব্যস্ত মুখ। অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমায়ও।</p>