<p>চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিশেষ করে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং সাতজন নিহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকেও।</p> <p><img alt="সাকিব" height="456" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Harun/2024/July-2024/17-07-2024/Coment _kalerkantho_pic.jpg" style="float:left" width="400" />বুধবার (১৭ জুলাই) দুপুরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন শাকিব। সেই পোস্টে চলমান আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’</p> <p>অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’</p> <p>তার পরই কমেন্টে বক্সে অনেকেই নায়ককে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই তার এমন পোস্টের সমালোচনাও করছেন। কেউ জানতে চাইছেন কোন অভিভাবকের কাছে প্রতিকার চাইলেন শাকিব খান।</p> <p>তবে চোখ আটকে গেছে সেই সাইয়েদ আব্দুল্লাহর করা একটি মন্তব্যে। তিনি লেখেন, ‘কী… বলতে আসছেন। কার কাছে আহ্বান জানাতে হয় সেটাও তো জানেন না! সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালাচ্ছে ছাত্রলীগ, পুলিশ। সমাধান চাইলে চাইবেন সরকারের কাছে। আর তা না চেয়ে সমাধান করতে চাচ্ছেন ছাত্রদের অভিভাবকদের কাছে!!! এসব ফিডার খাওয়া বুদ্ধিহীন বাচ্চাদের মতো কথা বলার চেয়ে, বরং মেরুদণ্ডওয়ালা পুরুষের মতো কথাটা বলে একদম আসল জায়গায় সমাধান দাবি করতে শেখেন!’</p> <p>যদিও পরে তার এই মন্তব্য শাকিবের পোস্টে দেখা যায়নি। তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রুপে।</p> <p>উল্লেখ্য, সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র তুলে ধরায় জনপ্রিয় হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। তিনি এর আগে কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’-এর পরিবারের ঋণখেলাপির বিষয় অনুসন্ধান করে তুলে ধরেন। পরে ঈদুল আজহার আগে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের কর্মকাণ্ড, তার পরিচয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অপসারিত) মো. মতিউর রহমানকে নিয়ে একাধিক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।</p>