<p>আগামী ২৬ জুলাই প্যারিসে অলিম্পিকের পর্দা উঠছে। রীতি মেনে অলিম্পিকের মশাল বহনের আয়োজন করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। এবার  অলিম্পিকে মশাল বহন করলেন বিটিএস তারকা জিন। রবিবার (১৪ জুলাই) রাত আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে মশাল বহন করেছেন জিন।</p> <p>মশাল বহনের পর এক বিবৃতিতে জিন বলেছেন, ‘আজকে মশাল বহনের আয়োজনে অংশ নিতে পেরে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আমি আর্মিদের (অনুরাগী) ধন্যবাদ জানাই, তাঁদের জন্যই আজ এখানে এসেছি।’</p> <p>জিন তার ফেসবুক পেজে মশাল হাতে ছবিও প্রকাশ করেছেণ ভক্তদের সঙ্গে।<br />  <br /> এদিকে জিনকে অভিবাদন জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে বিটিএস আর্মিরা (অনুরাগীরা) ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে হাজির হয়েছিলেন। ‘আমি তোমাকে ভালোবাসি জিন, ‘শুভকামনা জিন’—এমন প্ল্যাকার্ড হাতে দেখা গেছে তাদের।</p> <p>এদিকে, বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন জিন। এই বছরের শেষভাগে জিনের গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে। আগামী বছরের শুরুর দিকে ফের একত্রিত হবে বিটিএস। সেই অপেক্ষায় রয়েছে বিশ্বের অগনিত বিটিএস ভক্ত।</p>